ইসলাম অবমাননাকারি চার ব্লগারের বিরুদ্ধে " দায়েরকৃত মামলার কর্যক্রম স্থগিত করল হাইকোর্ট !!!
লিখেছেন লিখেছেন এমএ হাসান ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৮:২৩ রাত
ইসলাম অবমাননাকারি চার ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, আসিফ মহিউদ্দিন ও রাসেল পারভেজ এর "ব্লগে বিতকির্ত লেখালেখির অভিযোগে" দায়েরকৃত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
শুধু এটা করেই ক্ষান্ত নন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে এসব মামলা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
অর্থাৎ ইসলাম অবমাননা করলে মামলাও করা যাবে না। এভাবে ইসলাম অবমাননাকে রাষ্টীয় ভাবে অনুমোদন
দেয়া হচ্ছে।
আম জনতার প্রশ্ন, " ইহাই কি প্রধানমন্ত্রীর মদিনার সনদ অনুসারে রাস্ট্র পরিচালনা করা???"
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম অবমাননা করেছে মুজিবকে নিয়ে তো নয় ?
বাংলাদেশে ইসলাম বিদ্ধেষীদের লালন করে আওয়ামীলীগ ও তার দুশোর।
এই ........ডারে চেনা চেনা লাগে! সে তো এর আগে হাম্বালীগের মিথ্যাবাদী পরিষদের কেউকেটা ছিল বলে হুনেছি।
আল্লাহ এই ভাবেই মুসলিমদের পরীক্ষা করেন এবং তাদেরকে পাশ করান।
ধন্যবাদ নিউজটি শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন